তাবুক ও আল জাওয়াফে শীতের তাণ্ডব, তাপমাত্রা শূন্যের নিচে নামার আশঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ০১:০১ অপরাহ্ন

সৌদি আরবে তীব্র শৈত্যপ্রবাহ আসন্ন, যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে। মরুভূমির এই দেশে শীতলতম আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এনসিএম জানিয়েছে, শনিবার বা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে। বিশেষ করে তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে মাইনাস ৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

এনসিএম মুখপাত্র হুসাইন আল কাহতানি সাংবাদিকদের জানিয়েছেন, আজ শনিবার থেকে কনকনে ঠাণ্ডা বাতাস সৌদির ওপর দিয়ে বইতে শুরু করবে। এই বাতাসের প্রভাবে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সোম ও মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা এবং আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হবে। এসব এলাকায় তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। এর পাশাপাশি তীব্র বাতাস এবং ধুলোঝড়ও সৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে দিনের বেলায় ঠাণ্ডা বাতাস প্রবাহিত হবে।

এনসিএম সতর্কবার্তায় জনগণকে অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ঠাণ্ডা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং সরকারের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework