ডুয়েট প্রাক্তন ছাত্র সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ০৭, ০১:৪৮ অপরাহ্ন

দেশের ঐতিহ্যবাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর প্রাক্তন ছাত্র সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গত রবিবার, ৪ মে রাজধানীর নিকেতন এলাকার একটি বাণিজ্যিক ভবনে সাবেক ছাত্রনেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন বিশিষ্ট পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ডুয়েট কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, অ্যাবের (ABEA) সাবেক সহ-সভাপতি, দুবাই সরকারের ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটির সাবেক বিদ্যুৎ বিশেষজ্ঞ, টাঙ্গাইলের মির্জাপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, এফ. আর. খান হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সংগঠক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন মিলন।

নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
তারা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দল-মত নির্বিশেষে, নিরপেক্ষভাবে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইবিইআর এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে প্রাক্তন ছাত্রছাত্রীদের সামগ্রিক কল্যাণে কাজ করবে এ কমিটি।
সহসাই সকল ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে ঐকমত্য গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তাঁরা।

নতুন কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বৃহত্তর স্বার্থে উদার মনে সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework