টয়লেটের দেয়াল কেটেই নিয়ে গেল ৪ কোটি টাকার আইফোন!

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ এপ্রিল ০৯, ১২:৩১ অপরাহ্ন

অ্যাপল স্টোরের সাথে লাগানো কফি শপের টয়লেটের। সেই টয়লেটের দেয়াল কেটে অ্যাপল স্টোরের ভেতরে প্রবেশ করে চোর। কফি শপ থেকে কিছু চুরি না করলেও তারা অ্যাপল স্টোর থেকে বিভিন্ন মডেলের ৪ কোটি টাকার আইফোন নিয়ে গেছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি শপিং মলে এ ঘটনা ঘটে। গভীর রাতে চোরের দল এই কাজ করেছে।


এদিকে স্টোরের সামনে তালা বা দরজা ভাঙার মত অস্বাভাবিক কিছু না দেখতে পাওয়ায় প্রথমে এই চুরির ঘটনা জানাজানি হয়নি। পরে দোকান খোলার পর কর্মীরা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।

এদিকে পাশের ক্যাফের টয়লেটের দেয়াল কেটে চুরি করার এই উপায় দেখে পুলিশও অবাক। চোরের দলের খোঁজে সন্ধান চলছে।

শপিং মলের বিভিন্ন সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। এরই মধ্যে অভিনব চুরির ঘটনা নিয়ে চারদিকে হইচই পড়েছে। তবে এ নিয়ে এখনো কোন বক্তব্য দেয়নি অ্যাপল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework