যুক্তরাষ্ট্রে ফেডারেল অনুদান ও ঋণ আটকে দেয়ার যে আদেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তা কার্যকর হওয়ার আগ মুহূর্তে সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন দেশটির একজন বিচারক।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় ওই আদেশ কার্যকরের কথা ছিল, তবে সময় অতিক্রমের কিছু আগে আদালতের নির্দেশে তা আপাতত স্থগিত রাখা হয়। রয়টার্স ও বিবিসি খবর জানায়।
বিচারক লরেন আলি খান আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন এবং সোমবার আদালত বিষয়টি পুনরায় পর্যালোচনা করবে। এর আগে, যারা মঞ্জুরি পাচ্ছিলেন, তাদের সংগঠনের একটি গ্রুপ এই বিষয়ে মামলা দায়ের করেছিল।
মামলায় বলা হয়, ইতোমধ্যে অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউজ আইন লঙ্ঘন করেছে।
ফেডারেল আর্থিক সহায়তার অর্থ বিতরণ বা এ সম্পর্কিত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য হোয়াইট হাউজ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, মঞ্জুরি ও ঋণের বিষয়গুলো নিয়ে নতুন প্রশাসনের পর্যালোচনার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করার বিষয়টি হলো ‘ট্যাক্স ডলারের ভালো রক্ষণাবেক্ষণ’।