এবিসি নিউজের মানহানির মামলায় ১৫ মিলিয়ন ডলার পাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ১২:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে করা মানহানির মামলায় ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৫ ডিসেম্বর) নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এবিসি নেটওয়ার্কের আপোস চুক্তি হয়েছে। চুক্তির শর্তানুযায়ী, জরিমানার অর্থ প্রদান এবং দুঃখপ্রকাশের বিনিময়ে ট্রাম্প মামলাটি প্রত্যাহার করতে রাজি হন।

এই চুক্তির আওতায় মামলার ফি-ও বহন করবে এবিসি নিউজ। চুক্তি অনুযায়ী, জরিমানার এই অর্থ প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামের তহবিলে জমা করা হবে।

মামলাটির সূত্রপাত হয়েছিল এবিসির উপস্থাপক জর্জ স্টেফানো পুলাসের বিতর্কিত মন্তব্যকে ঘিরে। গত ১০ মার্চ, এক কংগ্রেস সদস্যের ট্রাম্পকে সমর্থনের বিষয়ে তিনি আক্রমণাত্মক মন্তব্য করেন এবং ট্রাম্পকে ধর্ষণের মামলায় আদালতে দোষী সাব্যস্ত বলে উল্লেখ করেন। যদিও এই তথ্য ছিল ভুল।

এর আগে, গত বছর ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে একটি মামলা দায়ের হয়েছিল। তবে সেসব মামলার ফলাফল ট্রাম্পের পক্ষে গিয়েছে। এবিসি নিউজ তাদের ভুল তথ্য প্রকাশের জন্য ক্ষমা চাইবে বলে জানিয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework