ইসরায়েলি হামলার পর পরমাণু আলোচনা বাতিলের ইঙ্গিত তেহরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ Jun ১৪, ০৪:৪৯ অপরাহ্ন

ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এমনকি রোববার অনুষ্ঠিতব্য নির্ধারিত সংলাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান।

শনিবার (১৪ জুন) দেশটির আধা-রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর রয়টার্সের।

ইসমাইল বাকাই বলেন, "একদিকে আলোচনার অভিনয়, অন্যদিকে হামলার অনুমোদন—এই দ্বিচারিতার পর ওয়াশিংটনের সঙ্গে সংলাপের কোনো মানে হয় না।" তিনি আরও দাবি করেন, "যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানে কখনোই হামলা চালাতে পারতো না ইসরায়েল। তাই এখন তেহরানের সঙ্গে কোনো দর কষাকষির সুযোগ নেই ওয়াশিংটনের।"

উল্লেখ্য, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিশ্চিত করতে গত কয়েক মাস ধরেই দফায় দফায় বৈঠক করছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। ষষ্ঠ দফা আলোচনার পরও দুই পক্ষ কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি।

সপ্তম দফা আলোচনা রোববার ওমানের মাসকটে হওয়ার কথা থাকলেও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার কারণে আলোচনা আদৌ হবে কি না—তা অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ)। হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক স্থাপনাগুলো। এর জবাবে পাল্টা হামলা চালায় তেহরান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework