ইসরায়েলি বাহিনীর অভিযানে হুতিদের সামরিক স্থাপনা ধ্বংস

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ০৫:০০ অপরাহ্ন

ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এই হামলায় অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামলাগুলো হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে, যেগুলো সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হতো। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, আস-সালিফে সাতজন এবং রাস ইসা তেল স্থাপনায় দুইজন নিহত হয়েছেন।

হামলার লক্ষ্যবস্তু ছিল; বন্দর শহরে চারটি অভিযান, রাস ইসা তেল স্থাপনায় দুইটি অভিযান, রাজধানী সানার জ্বালানি স্থাপনা।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হুতিদের সামরিক স্থাপনায় এ হামলা চালানো হয়েছে। এর মধ্যে বন্দর ও জ্বালানি স্থাপনাও রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই ইসরায়েল ইয়েমেনে অভিযান চালিয়েছে।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি মানুষ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework