ইরানের পরমাণু স্থাপনাগুলো এখনও সুরক্ষিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ Jun ১৮, ০৬:৩৫ অপরাহ্ন

ইরানের পরমাণু শক্তি সংস্থার (AEOI) প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরও দেশটির পরমাণু কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো বিঘ্ন ঘটেনি। তিনি বলেন, সমস্ত পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে এবং সেগুলোর নিয়ন্ত্রণ যথাযথভাবে বজায় রাখা হয়েছে।

রাষ্টীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামি বলেন, পরমাণু কার্যক্রমে নিয়োজিত কর্মীরা মনোবল অটুট রেখে দায়িত্ব পালন করছেন। তিনি জোর দিয়ে বলেন, "ইরানি জাতি কখনো কোনো শক্তির কাছে মাথানত করেনি। সামরিক হামলা চালিয়ে শত্রুরা কোনো উদ্দেশ্য সফল করতে পারবে না।"

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। এই হামলায় বহু সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া গুরুত্বপূর্ণ নাতানজ পারমাণবিক স্থাপনাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তবে ইসলামি আশ্বস্ত করে বলেন, সকল স্থাপনা এখন নিরাপদ এবং পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework