অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ০৪:৫৮ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল শেষ পর্যন্ত অভিশংসিত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির বিরোধী-নিয়ন্ত্রিত পার্লামেন্ট প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনের পক্ষে ভোট দেয়।

প্রস্তাবের পক্ষে ২০৪টি ভোট পড়ে, যেখানে বিপক্ষে ছিল ৮৫টি ভোট। ৩০০ আসনের পার্লামেন্টে তিনজন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন এবং আটটি ভোট অবৈধ ঘোষণা করা হয়।

দেশটির সংবিধান অনুযায়ী, ইউন-এর নিয়োগকৃত প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

দক্ষিণ কোরিয়ার ৩০০ আসনের এক-কক্ষবিশিষ্ট পার্লামেন্টে ১৯২টি আসন বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে। অভিশংসন কার্যকর করতে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন ছিল। ফলে, বিরোধী দলকে পিপিপির অন্তত আটটি ভোট নিশ্চিত করতে হয়। শাসক দলের সংসদ সদস্য সংখ্যা ১০৮।

এর আগে ৭ ডিসেম্বর, সামরিক আইন জারি করার পর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি (ডিপি) প্রেসিডেন্টের অভিশংসনের পদক্ষেপ নেয়।

৩ ডিসেম্বর ইউন সুক ইউল দেশজুড়ে সামরিক আইন জারি করেছিলেন, যা মাত্র ছয় ঘণ্টার মধ্যে জনগণের প্রবল চাপের মুখে প্রত্যাহার করতে বাধ্য হন। এই সিদ্ধান্তে জনগণ হতবাক হয়ে পড়ে এবং তার নিজ দলের মধ্যেও বিভাজন দেখা দেয়। মেয়াদের অর্ধেক পথ পেরোতেই তার প্রেসিডেন্ট পদ ঝুঁকির মুখে পড়ে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework