৭ মামলায় জড়িত, সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ Jun ১৮, ০৩:০৮ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া থানায় হত্যা মামলাসহ মোট সাতটি মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) সকাল ৯টায় চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পিপি (এপিপি) মুহাম্মদ গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক মামলায় রাষ্ট্রপক্ষ ২৪ দিনের রিমান্ড আবেদন করে, আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকালে কঠোর নিরাপত্তার মধ্যে জাফর আলমকে চকরিয়া আদালতে হাজির করা হয়। রিমান্ড মঞ্জুরের পর তাকে থানায় নেওয়া হয়।

জাফর আলমকে আদালতে তোলার খবরে চকরিয়ার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে বিএনপি নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ করে তার ফাঁসির দাবি জানায়। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক অভিযোগ করেন, “আওয়ামী শাসনামলে এমপি জাফর বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। অন্তত সাতজনকে হত্যা করা হয়েছে।”

অন্যদিকে, জাফর আলমের মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও একটি বিক্ষোভ মিছিল করে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে উভয় পক্ষের কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework