উপজেলায় মুখ্য নির্বাহীর দায়িত্বে থাকছে না ইউএনও

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ মার্চ ২৯, ০২:২৬ অপরাহ্ন

উপজেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউএনওরা দায়িত্ব পালন করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ রায় দেন।

একই সাথে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালিত হবে বলেও রায় দিয়েছেন আদালত।

উপজেলা পরিষদ আইনের সেকশন ৩৩ অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে এখন থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ পূর্ণাঙ্গ পরিষদ উপজেলা পরিচালনা করবেন।

রিটকারি আইনজীবী মিনহাদুজ্জামান লিটন বলেছেন, ইউএনও পরিষদ পরিচালনায় যে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করত তা আর থাকল না।

২০২১ সালের ৬ জানুয়ারি এক রিটে প্রথম রুল দিয়েছেন হাইকোর্ট। মোট তিনটি রিটের মধ্যে দুইটি রিটে এ রায় হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework