ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

স্বাস্থ্য 24

জিলাপিতে রং ব্যবহারে গুনতে হলো জরিমানা


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ১৯, ০৫:০২ অপরাহ্ন
#

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে খাবারে নিষিদ্ধ ঘোষিত রং ব্যবহারের অভিযোগে এক দোকানিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারের আরেকটি দোকানে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আজ তদারকি অভিযান চালানো হয়।  

পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় রমজানে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়।  

সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবারের অভিযানে খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণে তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারের ফুড গার্ডেনকে ১৫ হাজার টাকা, পারভেজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজারের সহকারী পরিচালক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video