মাত্র একদিনেই ব্রণের সমাধান
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ অক্টোবর ০৭, ০৪:২৮ অপরাহ্ন
হঠাৎ জানলেন, পরদিন সকালে খুব বড় একটা ইভেন্টে যোগ দিতে হবে। শুরু হলো তৈরির প্রস্তুতি।
আয়নার সামনে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল। মুখ ভরে রয়েছে ব্রণে।
অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করে হয়ত ব্রণ নিয়মন্ত্রণ করা যায়। কিন্তু হাতে তো সময়ই নেই। এক কাজ করুন, বাড়িতে হাতের কাছেই
রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে অতি সহজেই সমাধান করা যায় এই সমস্যার। জেনে নিন:
শসা গ্রেট করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখার পর ধুয়ে নিন
ফেসপ্যাকের মতো করে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। অতিরিক্ত তেল টেনে নেয়, ফলে ব্রণ কমাতে সাহায্য করে। তবে শুধু ব্রণ জায়গায় খুব অল্প পরিমাণে ব্যবহার করুন ।
গ্রিন টি গোটা বা ব্রণ বিরুদ্ধে খুবই কার্যকরী। গরম গরম পানিতে গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে ব্রণ বা গোটার ওপর তুলোয় ভিজিয়ে ব্যবহার করতে পারেন। মিনিট ২০ রাখার পর ধুয়ে নিন।
জানেন কি? রসুন ব্রণ বড় শত্রু। এটি ব্যবহার করাও খুব সহজ। এক-দু কোয়া রসুন টুকরো করে কেটে রসটা ব্রণের ওপর লাগান। মাত্র পাঁচ মিনিট পরে ধুয়ে ফেলুন।