ভালোবাসার দিনে এলো বসন্ত

লাইফস্টাইল ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৪, ১০:৫৮ পূর্বাহ্ন

প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। আজ (১৪ ফেব্রয়ারি) ভালোবাসা দিবসে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্তও। অর্থাৎ পহেলা ফাল্গুন আর ভ্যালেনটাইন্স ডে একই দিনে। দিনটি উদ্‌যাপনে সারাে দেশে তাইতো নানা আয়োজন।

আজ মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস। সেই সঙ্গে আজ ১ ফাল্গুন, ১৪২৯ বাংলা। পহেলা বসন্ত প্রতিবছর খ্রিষ্টীয় বর্ষপঞ্জির ১৩ ফেব্রুয়ারি তারিখে পালন করা হতো। কিন্তু ১৪২৬ বঙ্গাব্দ থেকে বাংলা ফাল্গুন মাসের প্রথম সেই দিনটি চলে আসে ১৪ ফেব্রুয়ারিতে।

অন্যদিকে প্রতি বছর ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় প্রেমের সপ্তাহ। তার মধ্যে সবচেয়ে বিশেষ দিনটি হলো ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। বছরের এ বিশেষ দিনে প্রিয়জনকে চমকে দেয়ার জোয়ারে গা ভাসান অনেকেই। নিজেকে সাজাতে ফুল ও পোশাকের দোকানে থাকে উৎসবপ্রেমীদের ভিড়। মনের মানুষের জন্য দিনটি বিশেষ করার জন্য কী করবেন ভেবেছেন? কীভাবে চমকে দেবেন প্রিয় মানুষটাকে! চলুন জেনে নিই।

অবাক করা উপহার

একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এ দিনটাতে সঙ্গীকে নানারকম উপহার দেয়ার রীতি রয়েছে। ভালোবাসা দিবসে পুরুষ সঙ্গীকে এমন কোনো উপহার দিতে পারেন, যেন সঙ্গী খুশি হওয়ার চেয়ে বেশি অবাক হয়ে যান।

চমৎকার সাজ

নিজেকে চমৎকারভাবে সাজান, যেন প্রিয় মানুষটা আপনাকে দেখে রীতিমতো চমকে যান। যেন চোখ সরাতে না পারে! বিশেষ এ দিনটিতে একটু অন্যভাবে সাজুন। শাড়ি পরুন, অথবা আপনি চাইলে বাহারি ওয়েস্টার্ন ড্রেস বা লং গাউনও পরতে পারেন।

সুন্দর ফটোফ্রেম

প্রিয়জনকে দিতে পারেন সুন্দর ফটোফ্রেম। ফ্রেমে লাগিয়ে দিন আপনার সঙ্গীর সঙ্গে কাটানো একটি বিশেষ মুহূর্তের সুন্দর ছবি। অথবা প্রিয় মানুষটার জন্য কিনে নিন রঙিন একটা ডায়রি। একগুচ্ছ ফুল দিতে পারেন, বা পারফিউম, চকলেট, কার্ডও দেয়া যায়।

পছন্দের খাবার

বিশেষ এ দিনটিতে পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারেন প্রিয় মানুষটিকে। আপনার মনের মানুষটি যা খেতে ভালোবাসে, তা নিজের হাতে রান্না করে খাওয়ান।

ভালোবাসার কথা জানান ভিন্নভাবে

প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে ভ্যালেন্টাইন্স ডের বিকল্প হয় না! তাই ভালোবাসার এ দিনে একে অপরকে ভালোবাসি কথাটি বলতে একেবারেই ভুলবেন না। লজ্জা পেলে একটু ভিন্নভাবে সঙ্গীকে ভালোবাসার কথা জানান। কোনো চিঠি, কিংবা কোনো বিশেষ উপহার, অথবা অন্য কোনো ভাষায় ভালোবাসার কথা জানাতে পারেন!


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework