কেউ আপনাকে ভালোবাসে কি করে বুঝবেন!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ নভেম্বর ৩০, ০১:৪৩ অপরাহ্ন
কেউ আপনাকে পছন্দ করে কি না, তা জানা অনেক কঠিন। আপনি যদি তাকে জিজ্ঞাসা করতে ভয় পান। তাহলে তার কিছু আচরণের মাধ্যমে বুঝতে পারবেন যে, তিনি আপনাকে পছন্দ করেন কি না? যেসব লক্ষণে বুঝবেন- ১. বারবার আপনার কাঁধ ছোঁয়া এবং আলিঙ্গনের চেষ্টা করা। ২. শীতের সময় সোয়েটার বা কোট আদান-প্রদান করা। ৩. আপনি ডেটিং করছেন, এমন ব্যক্তি সম্পর্কে বারবার রসিকতা করা। ৪. প্রায়ই দেখা করার আমন্ত্রণ জানানো। ৫. পছন্দ সম্পর্কে বারবার জিজ্ঞাসা করা। ৬. আপনাকে আকর্ষিত করার জন্য ভিন্ন কিছু করা। ৭. কাছাকাছি থাকলে জোরে জোরে কথা বলা। ৮. পাশ দিয়ে যাওয়ার সময় তার বন্ধুদের সাথে হাসতে শুরু করা। ৯. অনেক জায়গা থাকা সত্ত্বেও আপনার পাশের সিট বেছে নেওয়া। ১০. সময়ের সাথে সাথে আপনার আরও কাছাকাছি চলে আসা। ১১. যখন দুঃখ পান বা বিচলিত হন; তখন সর্বপ্রথম খেয়াল করা। ১২. আপনার ভুল কাজটি সম্পর্কে আপনাকেই জিজ্ঞাসা করা। ১৩. আগ্রহী নন জেনেও বারবার কফিশপে বা সিনেমা দেখতে যাওয়ার আমন্ত্রণ করা। এসব লক্ষণ থেকে বুঝতে পারবেন, আপনাকে কেউ পছন্দ করে কি না। তবে এগুলো ঘটলে উপেক্ষা করবেন না! আপনার অনুভূতি সম্পর্কেও তাকে জানান। তার সাথে শ্রদ্ধাশীল আচরণ করুন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework