১০ দফা দাবিতে রাজধানীতে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ০৪, ০১:১১ অপরাহ্ন

গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে রাজধানীতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে হাজির হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তিপূর্ণ এই কর্মসূচিকে দুর্বলতা ভাববেন না। বাধা দিলে প্রতিরোধ গড়ে উঠবে। আর এই সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না।

এ সময়, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework