ছাত্রদলের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ০১, ০৪:৩৭ অপরাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার দুপুরে ওই সংঘর্ষের ঘটনার পর রাতে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয় বলে ওসি মামুন-অর-রশীদ জানান। সোমবার সকালে ওসি মামুন-অর-রশীদ বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। “এজাহারে ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে, আজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনের কথা উল্লেখ হয়েছে। তাদের মধ্যে ১২ জন গ্রেপ্তার আছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।” তবে আসামির তালিকায় কার কার নাম আছে, তা প্রকাশ করেননি শাহবাগ থানার ওসি। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় রোববার ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করতে প্রেসক্লাবের সামনে গেলে লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওসি মামুন-অর-রশীদ বলেন, সংঘর্ষের সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। প্রেসক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালাও ভাঙচুর করা হয় ছাত্রদলের নেতা-কর্মীরা বৃষ্টির মত ঢিল ছুড়তে শুরু করলে জাতীয় প্রেস ক্লাবের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে সেখান থেকে কয়েকজনকে আটকও করা হয়। ২৪ টিভি/এডি

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework