‘আতঙ্ক’ ছড়াচ্ছেন সানি লিওন!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ২৮, ১২:৫১ অপরাহ্ন
সানি লিওন নামটা শুনলেই অনেকের হৃদয়ে ঝড় ওঠে৷ কিন্তু সানির নতুন ছবি ‘শেরো'র টিজার দেখে রীতিমতো আঁতকে উঠছেন দর্শকরা। থ্রিলার ধরনের এই ছবিতে সানি দেখাবেন তার ভয়ঙ্কর রূপ৷ ছবির টিজারেই দেখা গেছে ক্ষত-বিক্ষত সানির সুন্দর মুখশ্রী৷ নাক দিয়ে গড়াচ্ছে রক্ত! শুধু তাই নয়, সানিকে উল্টোভাবে ঝুলতেও দেখা গেছে ওই টিজারে। ছবিটি তৈরি হয়েছে দক্ষিণী মালায়ালাম ভাষায়৷ তবে হিন্দিতেও ছবিটি মুক্তি পাবে। বলিউডে সানির কেরিয়ার শুরু হয়েছিল ‘জিসম’ ছবি থেকে৷ তারপর রাগিনি এমএমএস৷ এই ছবিও ছিল ভূতের ৷ ওই ছবিতে সানির অভিনয় প্রশংসা পেয়েছিল ৷ এরপর কখনও কমেডি, কখনও ড্রামাতে অভিনয় করেছেন তিনি। সব ছবিতেই সানি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। 'শেরো' ছবির টিজার মুক্তি পেতেই ইতিমধ্যেই ৪ লাখ ভিউ হয়েছে৷ শেয়ারও হয়েছে অনেকবার। সানি জানান, ছবিটিতে অভিনয়ের প্রস্তাব আসতে তিনি বেশ বিস্মিত হয়েছিলেন। তিনি জানান, ছবির স্ক্রিপ্ট তাকে দারুণভাবে মুগ্ধ করেছিল। এ কারণে অন্য একটি ছবির কাজ বাদ দিয়ে তিনি 'শেরো' ছবিটি হাতে নেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework