জাগো মিডিয়া'র ইউটিউবে প্রকাশ পাচ্ছে এমএমআর মাহফুজ'র প্রথম কাভার সং

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ নভেম্বর ০৭, ১১:৩৪ পূর্বাহ্ন
স্যোশাল মিডিয়াতে অনেক জনপ্রিয় এমএমআর মাহফুজ এর ১ম কাভার মিউজিক ভিডিও শীঘ্রই প্রকাশ পাচ্ছে জাগো মিডিয়া'র ইউটিউব চ্যানেল। এতোমধ্যে চট্টগ্রামের জনপ্রিয় সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসী'র সংগীত পরিচালনায় মোনালিসা স্টুডিও গানটি রেকর্ড সম্পন্ন হয়েছে। এখন কাজ চলছে মিউজিক ভিডিও এর। জাগো মিডিয়ার ডিরেক্টর(মিডিয়া এবং ব্র্যান্ড) সৈকত প্রকৃতি জানান, জাগো মিডিয়া প্রত্যন্ত অঞ্চলে মেধাগুলো তুলে অানতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এমএমঅার মাইফুজ কে দিয়ে ১ম কাভার সং শুরু করছি। গানটি রেকর্ড সম্পন্ন হয়েছে। এখন মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। খুব শীঘ্রই জাগো মিডিয়া'র ইউটিউবে গানটি প্রকাশিত হবে। এম এম অার মাহফুজ বলেন, শুধু মাত্র গানকে ভালোবেসে অামি গান করি। অামি কখনো গান শিখিনি। অামাকে এমন একটা সুযোগ করে দেয়ার জন্য জাগো মিডিয়া'র প্রতিষ্ঠাতা এন এন খোকন ভাইকে অনেক ধন্যবাদ। একই সাথে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ফরিদ বঙ্গবাসী স্যারের প্রতি। ওনি অামাকে অনেক কিছু শিখিয়েছেন। অামি অাশা করি সবাই গান টা অনেক ভালো লাগবে। জাগো মিডিয়া ইউটিউব লিংক : https://www.youtube.com/channel/UC_io_IfuSFCk3-3xgn8xvAw

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework