কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা, কন্যা সন্তানের জন্ম দিলেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ০২:৪৯ অপরাহ্ন

জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হয়েছেন। এবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

১৪ ডিসেম্বর শনিবার সকালে তাদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটে। কোয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি শেয়ার করে একটি পোস্টকার্ড প্রকাশ করেছেন, যেখানে তিনি লিখেছেন, "আমরা আশীর্বাদধন্য, আমাদের কন্যাকে পেয়ে।"

পোস্টটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভক্ত ও অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন। অভিনেতা-অভিনেত্রীসহ অনেকেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।

এর আগে, দুর্গাপূজার মহালয়ার দিন কোয়েল তার পরিবারের নতুন সদস্যের আগমনের খবর দিয়েছিলেন। ২০২০ সালের এপ্রিল মাসে কোয়েল প্রথম সন্তানের জন্ম দেন, পুত্রসন্তান কবীরের। তবে দ্বিতীয় সন্তানের আগমনের খবর খুবই ব্যক্তিগতভাবে রেখেছিলেন কোয়েল ও তার স্বামী, এবং সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট বা ছবি শেয়ার করেননি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework