কারো অন্তত প্রতিবাদের সাহস আছে: শিশির

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ Jun ১২, ১২:৫৭ অপরাহ্ন
মোহামেডান-আবাহনী ম্যাচে আম্পায়ারদের নেয়া সিদ্ধান্তের প্রতিবাদে সাকিবের অবস্থানকে সাহসকিতার পরিচয় বলে উল্লেখ করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিবের স্ট্যাম্পকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা লিখেন। ম্যাচে সাকিবের রুখে দাঁড়ানোকে সমর্থন করে শিশির লিখেন, শুধু সাকিবের রাগের বহিঃপ্রকাশ গণমাধ্যমে প্রচারিত হলেও আম্পায়ারদের সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা এড়িয়ে যাওয়া হচ্ছে।সাকিবকে খলনায়ক বানাতে দীর্ঘদিন ধরে এমন ষড়যন্ত্র চালানো হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে শিশির লিখেন, এই ঘটনায় সাকিবের পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ। একজন ক্রিকেটপ্রেমী হিসেবে নিজের কর্মকান্ডের প্রতি সতর্ক থাকা প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework