ঢাকা , মঙ্গলবার, ২০২৪ নভেম্বর ১২, ২৭ কার্তিক ১৪৩১
#

বিনোদন 24

মেসিকে নিয়ে গান গাইলেম হিরো আলম

টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০৭:২৫ অপরাহ্ন
#
ছবি: হিরো আলম

হিরো আলম। একের পর এক বিদেশি ভাষায় গান গেয়ে আলোচিত-সমালোচিত হচ্ছেন বগুড়ার এই হিরো। এবার মেসিকে নিয়ে গান গাইলেন হিরো আলম। We Love Messi এই শিরোনামে গানটি প্রকাশ পেয়েছেন একটি অনলাইন টিভির ফেইজবুক পেইজে। বুধবার সকালে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে। 

গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেও থেমে থামেননি ডিস ব্যবসায়ী হিরো আলম।করেছেন এমপি নির্বাচনও। এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি, আফ্রিকান ও আরবিসহ বিভিন্ন ভাষার লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video