চলুন ঘুরে আসি মঙ্গল গ্রহ থেকে
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২২, ০২:৪৭ অপরাহ্ন
কিউরিওসিটি রোভার সম্প্রতি মঙ্গল গ্রহের একটি বিলিয়ন-পিক্সেল কোয়ালিটির প্যানোর্যামা ছবি পাঠিয়েছে। নাসা কর্তৃক প্রস্তুতকৃত কিউরিওসিটি’র পাঠানো লাল ঐ গ্রহের এটাই প্রথম প্যানোর্যামা শট। প্রায় ৯০০টি ছবি একত্র করে ৩৬০ ডিগ্রী ভিউ প্রদানে সক্ষম এই শো’টি তৈরি করা হয়েছে। ফটোগ্রাফগুলো কিউরিওসিটি’র অনবোর্ড ক্যামেরার সাহায্যেই নেয়া হয়েছে।
উপরের ইন্টার্যাক্টিভ ফ্ল্যাশ প্লেয়ারের মাঝখানে থাকা লাল রঙের প্লে বাটনে ক্লিক করে আপনিও ঘুরে আসতে পারেন সুদূর মঙ্গল গ্রহ থেকে! মাউস পয়েন্টার এবং হুইল স্ক্রল করে মঙ্গলের বুকে যেদিকে ইচ্ছে ঘুরে বেড়াতে পারবেন। সবচেয়ে ভাল ভ্রমণ অভিজ্ঞতা চাইলে ফ্ল্যাশ শো চলাকালীন এর উপরের দিকে বাম কোণায় থাকা “ফুলস্ক্রিন” বাটনে ক্লিক করে পুরো মনিটর জুড়েই মঙ্গল গ্রহের সর্বশেষ এসব ছবি উপভোগ করুন!
http://stars.chromeexperiments.com-
২৪ টিভি/এডি