হেফাজতে ইসলামের আপত্তির কারণে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বাতিল হওয়ার অভিযোগ করেছেন আয়োজকরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে মধুপুর লালন সংঘের আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। তবে হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদ অনুষ্ঠানের আগেই বাধা দেয়। তাদের পক্ষ থেকে ইউএনও'র কাছে লালনের গান সম্পর্কে সমালোচনামূলক স্ক্রিনশট পাঠানো হয়, যাতে বলা হয় এই ধরনের মতবাদ শিরক বা কুফরি এবং এটি মধুপুরে চলতে দেওয়া যাবে না। এছাড়া তারা গোয়েন্দা সংস্থাগুলোকেও বিষয়টি জানায়।
এরপর মঙ্গলবার বিকেলে আয়োজকরা হেফাজতের সঙ্গে বৈঠকে বসে, কিন্তু হেফাজতের অনড় অবস্থানের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল করিম জানান, রাতের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি, তবে কেন হয়নি সে বিষয়ে তিনি নিশ্চিত নন এবং পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।