স্বাধীনতার পর বাগান বাজারে প্রকাশ্যে বিএনপির সমাবেশ।

নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ০৩, ০৩:১২ অপরাহ্ন

স্বাধীনতার ৩৫ বছর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী  বাগান বাজারের  লালমাইতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২ নভেম্বর)   বিকাল ৩ টায়  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪নং ওয়ার্ড লালমাইতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই  কর্মী সমাবেশ হয়।

 

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. ইউসুফ আলম মাসুদ।
 প্রধান অতিথির বক্তব্যে এড. ইউসুফ আলম মাসুদ চাঁদাবাজি,  মানুষকে হয়রানি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেন এবং নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমুলক কাজে মনোযোগী হতে পরামর্শ দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহবান জানান তিনি।


 দীর্ঘ ৩৫ বছর পর বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় মুরুব্বী ও কর্মী সমর্থকদের  সাথে কথা বলে জানা যায় স্বাধীনতার পর এই প্রথম লালমাইতে প্রকাশ্যে মাইক ও ব্যনার লাগিয়ে স্টেজ করে কর্মী সমাবেশ করলো বিএনপি।

এসময় বক্তারা বলেন, বাগান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগের প্রভাবশালী সদস্য রুস্তম আলীর নিয়ন্ত্রিত এলাকা হওয়ায় ইতোপূর্বে বিএনপিকে কোনো ধরনের সভা সমাবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়া  সমাবেশে বক্তারা রুস্তম আলীর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও অত্যাচার নির্যাতনের বিভিন্ন অভিযোগ আনেন।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework