বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সাতকানিয়া উপজেলার আওতাধীন সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গতকাল বিএনপি'র এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড় বিএনপি'র আহবায়ক কাসেম জমিদারের সভাপতিত্বে তৈয়ব উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি'র সি: যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মেম্বার।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য মোর্শেদ আলম, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি'র নেতা রেজাউল করিম নূরুচ্ছফা,, আহমদ হোসেন, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন, মোহাম্মদ হানিফ, নুর মোহাম্মদ, মোহাম্মদ কামাল, মঈনুদ্দীন, মোহাম্মদ রুবেল, যুবদল নেতা মোহাম্মদ ইউনুস, গিয়াস, ছাত্রদল নেতা ইমন, সায়েম, সাকিব সহ প্রমূখ।