শ্রীমঙ্গলে শীত ও কুয়াশার প্রকোপ বাড়ছে। গত দুদিন ধরে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৯টায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা সকাল ৬টায় ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের উষ্ণতা এবং দিনের তাপমাত্রা একটু বেশি থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি রয়েছে।
শীতের তীব্রতা বাড়ায় শ্রীমঙ্গলের চা বাগান ও হাওরাঞ্চলের নিম্ন আয়ের মানুষদের বিপাকে পড়তে হচ্ছে। শীত বস্ত্রের অভাবে খেটে খাওয়া মানুষজন কষ্ট পাচ্ছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এবছর ১০ হাজার কম্বল এবং দুই দফায় ২১ লাখ ও সাড়ে ২৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে এসব ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।