রাউজান সরকারি কলেজে বেসিক কোর্সের মহা তাঁবুজলসা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত : সোমবার, ২০২৪ অক্টোবর ২৮, ০৪:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় রাউজান সরকারি কলেজে ২৩-২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৯০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। ২৭ অক্টোবর রাতে কোর্সের মহা তাঁবুজলসার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন খান। 

প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ জসীম উদ্দীন। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের কোষাধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমীন খান।  কোর্স লিডার এস, এম, আফজর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী,  চটগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার প্রফেসর মো. আবুল হাসেম চৌধুরী, সহকারী কমিশনার মো. ওমর ফারুক।  স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সহযোজিত সদস্য মোহাম্মদ খালেদুর রহমান, প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা স্কাউটস এর জেলা স্কাউট লিডার মো. রেজাউল করিম। রোভারদের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা কলেজের তুষার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সস্তিকা সচি পূজা।

চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল এস,এম, হাবিব উল্লাহ হিরুর সঞ্চালনায় মহা তাঁবুজলসা অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম জাতি-তাত্ত্বিক জাদুঘরের উপ-পরিচালক ড. মো. আতাউর রহমান, চট্টগ্রাম জেলা স্কাউটস এর সম্পাদক সেলিম উদ্দিন, রাউজান উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস, রাউজান সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক  শওকত উদ্দিন ইবনে হোসেন, যুগ্ম সম্পাদক জহুরুল আলম জীবন, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের রোভার স্কাউট লিডার বিইউএম এমরান চৌধুরী, হাটহাজারী সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মো. সাইফুদ্দিন চৌধুরী, গহিরা কলেজের রোভার স্কাউট লিডার জামশেদ হোসাইন, রাউজান উপজেলা স্কাউটসের সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework