রাউজানে অবৈধভাবে উত্তোলন করে  ফেলে যাওয়া বালু নিলামে বিক্রি

রাউজান প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৪ আগস্ট ২৮, ০৪:১৭ অপরাহ্ন

রাউজানে কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে স্তুপ করে ফেলে চলে গেছে প্রভাবশালীরা। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর অবৈধ বালু ব্যবসায়ীরা পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম উপজেলার বাগোয়ান ইউনিয়নের তিনটি স্পটে স্তুপ করা বালু জব্দ করে স্পট নিলাম ডাকেন। প্রকাশ্যে নিলাম পক্রিয়ার মাধ্যমে খেলার ঘাট স্পটে জব্দকৃত ৪৬ হাজার বর্গফুট প্রতি বর্গফুট ৪টাকা করে ১৮ শতাংশ ভ্যাটসহ ২লাখ ১৭ হাজার ১২০ টাকা, লাম্বুরহাটের গরুহাট সংলগ্ন স্পটে ৪৯ হাজার বর্গফুটের মধ্যে প্রতিফুট ৫.৮০ টাকা করে ১৮ শতাংশ ভ্যাটসহ ৩ লাখ ৩৫ হাজার ৩৫৬ টাকা,  বাগোয়ান ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্পটে ৩৫হাজার বর্গফুটের মধ্যে প্রতিবর্গফুট ৪.২০ টাকা করে ১৮ শতাংশ ভ্যাটসহ ১ লাখ ৭৩ হাজার ৪৬০ টাকা করে মোট ৭ লাখ ২৫ হাজার ৯৩৬ টাকা দর নির্ধারণ করে নিলাম পক্রিয়া সম্পন্ন করা হয়।

এ প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, কর্ণফুলী নদীর রাউজান অংশে অভৈধভাবে উত্তোলন করে ফেলা যাওয়া বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। এক মাসের মধ্যে এসব বালু বিক্রি করার নির্দেশনা দেয়া হওয়া হয়েছে। স্তুপকৃত বালু বিক্রয়ের পর জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি ব্যতিত কেউ অবৈধভাবে বালু বিক্রি বা বিপনন করতে পারবে না। যদি কেউ করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হব।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework