বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ অক্টোবর ২৯, ০৫:২৬ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায়  অভিযান পরিচালনা  করে ৬ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর)  বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ, এসআই জসিম উদ্দিন, এসআই  আহসান হাবীব, এসআই হাফিজুর রহমান,এসআই গোলাম সরওয়ার ও এসআই দয়াল চন্দ্র ভৌমিকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার শেখেরখীল ইউপির ৭ নং ওয়ার্ডের ফকির পাড়ার বলি মাঝির বাড়ীর মোঃ আব্দুল আলিমের পুত্র মোঃ মামুনুর রশীদ (২১), পৌরসভা ৩ নং ওয়ার্ড উত্তর জলদি নোয়া পাড়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র আমির হোসেন (৪০), সরল ইউপির ৮ নং ওয়ার্ড পাইরাং এলাকার আজগর হোসেনের পুত্র আসহাব উদ্দিন (২২), একই ইউপির ৫ নং ওয়ার্ড পশ্চিম মিনজিরিতলা এলাকার মোঃ লোকমানের পুত্র মোস্তাক (৪০), বৈলছড়ী ইউপির ৩ নং ওয়ার্ড সাজু বর বাড়ীর শামসুল ইসলামের পুত্র তানভীরুল ইসলাম প্রঃ ছোটন(২৪), কালীপুর ইউপির ৯ নং ওয়ার্ড আলীর বর বাড়ীর মৃত নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ রাশেদ (২৬)সহ ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমন করতে এঅভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework