বন্ধুর সঙ্গে খেলেন দুপুরের খাবার, পরে কুপিয়ে খুন


প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ২২, ০৯:৫৩ পূর্বাহ্ন

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নে ধর্মীয় আদর্শের বিষয়ে তর্কের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২২ আগস্ট) মনোহরদী থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের নামা গোতাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গোতাশিয়া ইউনিয়নের ঠেকেরকান্দা এলাকার আবদুস ছাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (৩৫)। আটককৃত ব্যক্তি হলেন, একই ইউনিয়নের নামা গোতাশিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিল্লাল সঙ্গে পাঁচ বছর ধরে রঙের কাজ করেন কালাম। কিছুদিন ধরে দুজনের মধ্যে ধর্মীয় আদর্শ (মারফতি) বিষয় নিয়ে তর্ক চলছিল। তবে হঠাৎ করে কালাম রোববার দুপুরে বিল্লালের বাড়িতে আসেন।এ সময় দুজনে একসঙ্গে দুপুরের খাবার খান। পরে বাড়ির পাশে আড্ডা দেন তারা। এ সময় বিল্লাল আজাদের গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা বিল্লালকে আটক করে পুলিশকে সংবাদ দেন।

গোতাশিয়া ৬নং ওয়ার্ড মেম্বার রতন কবির ফরাজী বলেন, রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখি বিল্লালকে আটক করে রেখেছেন স্থানীয়। ধর্মীয় আদর্শ বিষয়ের তর্কের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে তারা দুজন কাজের সূত্র ধরে সম্পর্কে বন্ধু হয়।

মনোহরদী থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework