রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবার (১২ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকা থেকে তাদের আটকের পর আহলাদিপুর হাইওয়ে থানায় সোপর্দ করেন স্থানীয়রা।
আটকরা হলেন- সদর উপজেলার বিচিত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে জুনায়েদ পাটোয়ারী ও মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সৌরব হোসেন।
স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরা অবস্থায় হাইওয়ে পুলিশ পরিচয়ে সড়কে গাড়ি আটকে কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করছিলেন দুই যুবক। আচরণ ও কথাবার্তা সন্দেহ হওয়ায় দুজনকে আটক করেন স্থানীয় জনতা।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।