তেজগাঁও রেললাইনে অবস্থান, ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১৭, ১২:৩৯ অপরাহ্ন

রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে বকেয়া পাঁচ মাসের বেতন পরিশোধের দাবি করেছেন অস্থায়ী রেলওয়ে শ্রমিকরা (টিএলআর)। তাদের এই অবস্থান ধর্মঘটের কারণে ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টিএলআর কর্মীরা বকেয়া বেতন আদায়ের জন্য তেজগাঁও কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়েছেন। এর ফলে বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তবে তিনি আশ্বস্ত করেন যে কিছু সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে, বেলা ১২টার দিকে বিমানবন্দর রেলস্টেশন থেকে একটি সূত্র জানিয়েছে যে, রেললাইনে অবরোধের কারণে বনলতা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে এসে থেমে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি কমলাপুর উদ্দেশ্যে রওনা দেবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework