টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ Jun ০৩, ০৩:২৮ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে।

নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন এবং তার দুই ছেলে আতুল ও অতুল। বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে তারা ঢাকা থেকে শেরপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। করটিয়া এলাকায় নাস্তার বিরতি দেওয়ার পরিকল্পনা করছিলেন তারা। সেই সময় করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইলের জামুর্কি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework