জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে বীরপ্রতীক তারামন বিবি হলের ৭০০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেন তার সহপাঠীরা।
নিহত শিক্ষার্থীর নাম তাকিয়া তাসনিম বিভা (১৯)। তিনি প্রথম বর্ষের শিক্ষার্থী (২০২৩-২৪ সেশন) এবং মাগুরা সদর উপজেলার পারান্দুয়ালী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আরিফ হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শিউলি আক্তার জানান, ভোরে একটি ফোনকল পেয়ে তাকিয়ার কক্ষে যান। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কয়েকজন মিলে দরজা ভেঙে তাকিয়াকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাকিয়ার মামা মনির হোসেন জানান, ভোরে হলে ফোন পেয়ে তিনি সাভারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তাকিয়ার বাবা-মাকে জানান।
পুলিশের ডিউটি অফিসার মাসুদ বলেন, প্রাথমিক তদন্তে নিহত শিক্ষার্থীর ডায়েরি, ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের বিষয়ে পরিবারের অনুমতি নেয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিহত শিক্ষার্থী রুমে একাই থাকতেন এবং হলে নিয়মিত ছিলেন না। তার রুমমেটরা তখন হলে উপস্থিত ছিলেন না।