ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—জেলার সদর দক্ষিণ উপজেলার সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের শাকতলা এলাকার জুলফু মিয়ার ছেলে মোঃ শরিফ (২৮), লালমাই উপজেলার বাগনাড়া মধ্যমপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন (২৭) এবং একই এলাকার পূর্ব অশোকতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে মোঃ সৈকত (২৫)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহাম্মদ জানান, আটকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শনিবার সকালে মামলা দায়ের করেছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।