চন্দনাইশে মানবকল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ১৬, ০১:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশে মানবকল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে ‘বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমার ও আপনার করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধার পরে পৌরসভা সদরস্থ নিউ মার্কেটের ২য় তলায় চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা.শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.মোহাম্মদ আলী আজাদী। পরিষদের সদস্য মো.জাহাঙ্গীর আলম ও হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোসলেম উদ্দিন নেজামী, মাওলানা জাকারিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেশকাত, মানবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওসমান গনি,সহ-সভাপতি নুরুল হুদা, নুরুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান,চট্টগ্রাম মহানগর শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল ইসলাম,অধ্যাপক আজম খান,পরিষদের সাংগঠনিক সম্পাদক নাসের উল্লাহ,চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব নাজিম উদ্দীন,সংগঠনের প্রচার সম্পাদক হারুনুর রশিদ,অফিস সম্পাদক জয়নাল আবেদীন,অক্সিজেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজের অধ্যাপক সরওয়ার হোসেন, শিল্পোদ্যোক্তা সাইয়েদ আল মামুন,কাজী কুতুবউদ্দিন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার সরকার আমাদের কথা বলতে দেননি।

আমাদের কথা বলার স্বাধীনতাকে তারা কেরে নিয়েছে। স্বাধীনভাবে কোন মিটিং-মিছিল করতে দেয়নি। মিটিং মিছিল করতে গেলে স্বৈরাচার সরকার তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে মিটিং মিছিল ভাংচুর করে দিত। আল্লাহর অশেষ রহমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এই জালিম সরকারের পতন হয়েছে৷ তবে পরিপূর্ণ দেশ এখনো স্বাধীন হতে পারেনি। চার দফা বাস্তবায়নের মধ্যদিয়ে এই দেশকে পরিপূর্ণভাবে স্বাধীন করতে হবে।
 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework