চট্টগ্রাম এলপিজি ফিলিং স্টেশন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠিত

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ২১, ০২:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম এলপিজি ফিলিং স্টেশন মালিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা বুধবার ২০ নভেম্বর চট্টগ্রাম জি ই সি এলাকায় একটি রেস্টুরেন্টে নবগঠিত সভাপতি এয়ার মোহাম্মদ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মতবিনময় সভায় শেষে সকলের সম্মতিক্রমে ইয়ার মোহাম্মদকে সভাপতি মঈন উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মোঃ সেলিম সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ দিদারুল আলম, মোঃ রাশেদ উদোলা, খান,মোঃ সিরাজুল চৌধুরী সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, ও মোঃ আলী আব্বাস চৌধুরী যুগ্ন সম্পাদক, মোহাম্মদ আজিজুল হক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সংবাদ অনলাইন পত্রিকার চেয়ারম্যান মো: মঈন উদ্দিন প্রচার ও প্রকাশনা  সম্পাদক, দেলোয়ার হোসেন চৌধুরী অর্থ সম্পাদক, নাজনীন সুলতানা সহ অর্থ সম্পাদক,
বিলাওয়াল চৌধুরী, শাহাদাত হোসেন ও জাহাঙ্গীর আলম তালুকদার কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়।
মতবিনিময় সভায় সংগঠনের সদস্যরা একমত পোষণ করে বলেন চট্টগ্রাম এলপিজি ফিলিং স্টেশন মালিকগন সভায় এলপিজি অটোগ্যাস শিল্পের বিকাশ, ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে এই শিল্পের অবদান রয়েছে।

সভায় এলজিপি অটোগ্যাস স্টেশন থেকে গ্যাস বিক্রির উপর কমিশন বৃদ্ধির প্রস্তাব রাখেন, পাশাপাশি উক্ত সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় একটি কেলিব্রেশন মেশিন ও গ্যাস পরিবহনের জন্য গ্যাস পরিবহন ট্যাংকার ক্রয় করার।

এতে আরো সিদ্ধান্ত হয়, স্টেশন মালিকগণ যাতে হয়রানি এবং স্পীড মানি বা অনাকাঙ্খিত ব্যয় ছাড়া সহজভাবে সকল ধরণের লাইসেন্স পায় সেজন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework