কক্সবাজারে পুলিশের ওপর অতর্কিত হামলা, অস্ত্র লুট

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ এপ্রিল ২৬, ০৩:২৪ অপরাহ্ন

কক্সবাজারে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তের অস্ত্রের কোপে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন, লুট করা হয় একটি অস্ত্র। পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার দিবাগত রাতে জেলার চকরিয়া থানার বরইতলী মছইনা কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই শামীম আল মামুন, কং মামুন এবং তরিকুল।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, মধ্যরাতে দায়িত্ব পালনের সময় একদল দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের দায়ের কোপে তিন জন পুলিশ সদস্য আহত হন এবং একটি অস্ত্র লুট করা হয়। 

দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, দুর্বৃত্তদের ধরতে রাতভর অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework