উপস্থিত ছিলনা আওয়ামী লীগ, ছাত্র-জনতার দখলে গুলিস্তান

অনলাইন ডেক্স
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ১০, ০৫:১২ অপরাহ্ন

 শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার (১০ অক্টোবর) বিকেল ৩টায় জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ।  

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওই এলাকায় দলটির নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়,  ছাত্র-জনতা,বিএনপির নেতাকর্মী আর আইনশৃঙ্খলা বাহিনীর দখলে রাজধানীর জিপিও ও গুলিস্তান এলাকা।  

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে সকাল থেকেই রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।  

বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ ওই এলাকায় অবস্থান নেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি দেখা যায়।

গুলিস্তানে নূর হোসেন চত্বরের পাশে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ বিরোধী স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। একইসঙ্গে তারা শেখ হাসিনার বিচারের দাবি জানাচ্ছেন।  

অন্যদিকে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরের আশপাশে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। তারাও শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিচ্ছেন।

বিভিন্ন কর্মসূচিতে স্থবির গুলিস্তান। যানবাহন স্বাভাবিকের চেয়ে ধীরগতিতে চলছে। অনেক স্থানে যানজটও সৃষ্টি হয়েছে।

সকাল থেকেই সেখানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework