৩ বইয়ের জন্য বঙ্গবন্ধুকে মরণোত্তর পুরস্কার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ মার্চ ২৭, ০১:০০ অপরাহ্ন

ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার পুরস্কার পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন এই তিন বইয়ের জন্য বঙ্গবন্ধুকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হয়।

রোববার (২৬ মার্চ) নয়াদিল্লিতে তিন দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলনে বঙ্গবন্ধুর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাট্যজন রামেন্দু মজুমদার এবং সংগঠক মফিদুল হক।

পাঞ্জাবি ঔপন্যাসিক ও ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচারের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কাউর এ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে সম্মেলনের উদ্বোধনের তাৎপর্য বর্ণনা করে এক বার্তায় সভাপতি অজিত কাউর জানান, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় কোনো ছোট ঘটনা ছিল না। বাংলা জাতির পিতার দৃঢ় প্রত্যয়ের সবচেয়ে অনন্য সাহসিকতার মাধ্যমে এটি একটি অনন্য কৃতিত্ব ছিল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework