নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : সোমবার, ২০২০ অক্টোবর ০৫, ১০:৪৪ পূর্বাহ্ন
#
সোমবারও (৫ অক্টোবর) টোকেনের ফরম দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। যারা টোকেনের জন্য এসেছেন তাদের ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে।
সরজমিনে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, দেড় থেকে দুই শতাধিক প্রবাসী টোকেনের জন্য এসেছেন। তারা মূল বাউন্ডারির বাইরে অবস্থান নিয়েছেন।
নিরাপত্তা কর্মীরা মাইকে বিভিন্ন তথ্য দিচ্ছেন প্রবাসীদের। তারা ফরমও বিতরণ করছে।
এক ফরমে ২০ জনের নাম, ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখে দিতে বলা হয়েছে। ফরম যাচাই-বাছাই করে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিটের জন্য ডাকা হবে।
রোববার (৪ অক্টোবর) টোকেন বিতরণকে কেন্দ্র করে সোনারগাঁওয়ে অন্তত ২০ সহস্রাধিক প্রবাসীর ঢল নামে। বিক্ষোভ স্লোগানে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। একপর্যায়ে হোটেল অবরুদ্ধ করে রাখে প্রবাসীরা। এ হোটেলের এক পাশেই সৌদি এয়ারলাইন্সের কার্যালয় অবস্থিত।
সেই জনসমাগমের তুলনায় সোমবার তেমন কোনো ভিড় নেই। উত্তেজনাও নেই। শান্তিপূর্ণভাবে টোকেন ফরম পূরণ করে জমা দিচ্ছে প্রবাসীরা।
মন্তব্য করুন