প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন
আজ (২৫ জানুয়ারি) চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট, যেটি প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহন করছে, সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
জানা গেছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টে অংশ নেন ড. ইউনূস। এই সময় তিনি ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।
ড. ইউনূস সোমবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করে সুইজারল্যান্ড পৌঁছান ২১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে। সেখানে তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। সফরের সময় তিনি প্রায় অর্ধশত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন