ঢাকা , শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#

জাতীয়

সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়

অনলাইন ডেক্স
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ আগস্ট ২৭, ০৩:৩১ অপরাহ্ন
#

 

ঢাকা: সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি। একই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানিতে বেশ ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জানান, বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে এটি আরও ত্বরান্বিত করে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানিতে বেশ ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, বাংলাদেশের ছাত্র-জনতা যে আশা আকাঙ্ক্ষায় গণঅভ্যুত্থান করেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও ড. শাহ মো. হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video