সীতাকুণ্ড ট্র্যাজেডি: ছাত্রলীগের সহায়তা কেন্দ্রে প্রস্তুত ৩০০ ডোনার 

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ০৫, ০৬:০০ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের দ্রুত সহায়তা ও চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে খোলা হয়েছে দুটি সহায়তা কেন্দ্র।

রোববার (৫ জুন) বিকেলের দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে প্রবেশ মুখে এই সহায়তা কেন্দ্র খোলা হয়।


কেন্দ্র দুটির দায়িত্বে আছে বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ছাত্রলীগের শিক্ষার্থীরা।
সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্যরাও অবস্থান করছেন। এছাড়া পাশে আরেকটি সহায়তা বেঞ্চে রয়েছে ঢামেক ছাত্রলীগের শিক্ষার্থী।

ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ সাদী মোহাম্মদ শাহেদ ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সীতাকুণ্ডের দগ্ধদের দ্রুত রক্তের ব্যবস্থা করতে আমরা এখানে আছি। ইতোমধ্যে ৩০০ ডোনার আমরা প্রস্তুত রেখেছি। ও নেগেটিভসহ অন্যান্য সব গ্রুপের রক্ত আছে।

ঢামেক ছাত্রলীগের সভাপতি শেখ মো. আলামিন ও সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদ বলেন, অগ্নিকাণ্ড দগ্ধদের চিকিৎসা দেওয়ার জন্যই আমরা অবস্থান করছি। এরই মধ্যে একজন দগ্ধ এভারকেয়ার হাসপাতাল আছে। সেই রোগীকে রক্ত যোগাড় করে দেওয়া হয়েছে।

এদিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল বলেন, সীতাকুণ্ড ট্রাজেডির ঘটনায় বিকেল পর্যন্ত চারজন দগ্ধ রোগী এখানে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় আরো রোগী আসার কথা আছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework