ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

সাত চিকিৎসকসহ ১৫ সদস্যের সফরসঙ্গী নিয়ে লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ০২:৩৩ অপরাহ্ন
#

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি বহুবার জানানো হলেও, আইনী জটিলতার অজুহাতে আগের সরকার এই দাবি নাকচ করে আসছিল। তবে, এবার পরিস্থিতি বদলেছে। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে যমুনা টেলিভিশন।

জানা গেছে, আগামী ৭ জানুয়ারি কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে রওনা হবেন। সেখানে আপাতত তার চিকিৎসা চলবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সফরে খালেদা জিয়ার সাথে ১৫ জন থাকবেন। তাদের মধ্যে রয়েছেন তার পুত্রবধূ শর্মিলা রহমান, সাতজন চিকিৎসক, দুইজন ব্যক্তিগত সচিব, দুইজন গৃহকর্মী, একজন নিরাপত্তা কর্মকর্তা এবং দুইজন বিএনপি নেতা। সফরের জন্য ভিসাসংক্রান্ত সব প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

লন্ডন থেকে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা থাকলেও, তা আপাতত বাতিল করা হয়েছে। বিএনপির অভ্যন্তরে আলোচনা চলছে যে, খালেদা জিয়া তার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরতে পারেন।

এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অসুস্থ খালেদা জিয়ার বিদেশ যাত্রা দলের জন্য যেমন চিকিৎসার দরজা খুলে দিচ্ছে, তেমনই রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video