শিগগিরই ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মার্চ ৩০, ০২:০৭ অপরাহ্ন

ব্যাটারিচালিত ২০ থেকে ৩০ লাখ অটোরিকশাকে লাইসেন্স দিতে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বিদ্যুৎ ভবনে জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন এফইআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, এ বিষয়ে পরবর্তীতে সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন।

তৌফিক-ই-ইলাহী জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলতে পারবে না।

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দাম বাড়ছে। যুদ্ধ না থামা পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ হবে কিনা বলা কঠিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎবিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এ সময় তেল-গ্যাস প্রসঙ্গে তৌফিক-ই-ইলাহী বলেন, বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework