লামায় ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগ: অধ্যাপক ইউনূসের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ২৬, ০৩:৩০ অপরাহ্ন

বান্দরবান জেলার লামা থানার তঙঝিরি ত্রিপুরা পাড়ায় ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণসহ সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস উইং আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজ সকালে তঙঝিরি ত্রিপুরা পাড়া পরিদর্শনে যাবেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে লামা থানার তঙঝিরি ত্রিপুরা পাড়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৬টি ঘরে আগুন দেয়। এতে আনুমানিক প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করতে কাজ করছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework