ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

র‍্যাব বিলুপ্ত হলে মেনে নেবেন র‍্যাব ডিজি শহিদুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১২, ০২:২৮ অপরাহ্ন
#

র‍্যাব বিলুপ্ত করা হলে সে সিদ্ধান্ত মেনে নেয়া হবে, এমন মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, সংস্থাটির পূর্ববর্তী নেতিবাচক কাজের জন্য ভুক্তভোগীদের পরিবার থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাবের বিরুদ্ধে আয়না ঘরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, যেহেতু গুম-খুন কমিশন এই বিষয়ে কাজ করছে, সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে। তিনি আরও বলেন, যদি র‍্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে কোনো অপরাধে জড়ায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি স্বীকার করেন, র‍্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ রয়েছে। তবে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন র‍্যাব প্রধান। তিনি বলেন, গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের কাছে ক্ষমা চান এবং জানান যে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র‍্যাব দায়মুক্ত হবে।

শহিদুর রহমান আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও জনমনে পূর্ণ প্রত্যাশা সৃষ্টি হয়নি। এ সময় তিনি জানান, গত চার মাসে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১৬ র‍্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া, জুলাই-আগস্টের মধ্যে র‍্যাব ৩৫৩ জনকে গ্রেফতার করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video