রমজানে ব্যবসায়ীদের ছাড় নয়: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ জানুয়ারী ২৫, ০৪:৩১ অপরাহ্ন

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেন সুযোগ না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩-এর দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে সতর্ক থাকবেন ডিসিরা। এ ছাড়া রমজানে নিয়মিত নিত্যপণ্যের বাজার মনিটরিং করা হবে।

এ সময় ডিসিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা (ডিসিরা) সরকারের হাত। আপনারা সরকারের সব পদক্ষেপ বাস্তবায়ন করবেন।’ এ ছাড়া কেউ যাতে সুযোগ নিতে না পারে, সে জন্য ডিসিদের শক্ত অবস্থান নেয়ার আহবান জানান তিনি।

এদিকে বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতা দরকার রয়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, কোরবানির সময় পশুর চামড়ার দাম নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে ডিসিদের সতর্ক থাকতে হবে।

এ ছাড়া বিদেশি মিশনগুলোতে কমার্শিয়াল কাউন্সিলরদের বিষয়ে ডিসিদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনায় রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কূটনৈতিক মিশন সম্পূর্ণ বজায় রাখতে বলেছেন। তারা কাজ করলে উদ্দেশ্য সফল হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework